শুক্রবার ( ১২ জুলাই) সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখাঁন ইউনিয়নের তেলিআবদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাজার জজ আদালতের ইন্টানি আইনজীবী ইমাদ উদ্দিন রাকিব (২৬)নামে একজন নিহত ও নিহতের বড় ভাই রইছ হেলাল উদ্দিন (৩৫)গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিন ঘুরে জানা যায়, হামলাকারীদের বাড়ী ও নিহতের বাড়ীর মধ্যবর্তী স্থানে কোনাগাঁও গ্রামে ৪২ শতক কৃষি জমি নিয়ে গত কয়েক বছর ধরে বিরোধ চলে আসছিল।
এ ব্যাপারে আদালতে মামলাও রয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিন (শুক্রবার) নিহত রাকিব উদ্দিন ও আহত হেলাল উদ্দিন সকাল ১০ টার দিকে জমি চাষের পর্যায়ে হামলাকারী ১০/১২ জনের একটি সঙ্গবদ্ধ দল দুই ভাইকে হঠাৎ করে হামলা করে।
এ সময় হেলাল ও রাকিবকে একা পেয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করতে থাকে এতে ঘটনাস্থলে ইমাদ উদ্দিন রাকিব মৃত্যুবরণ করেছে বলে স্থানীয়রা জানালেও হাসপাতালে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
ঘটনাস্থলে শ্রীমঙ্গল থানা পুলিশের এবং জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারাসহ পিবিআই এর লোকজন ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল সার্কেল এএসপি আনিসুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, এ ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন একজন নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে করা হয়েছে।
নিহতদের পক্ষে এখনো কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি তবে ঘটনাটি যেহেতু সুস্পষ্ট তাই আমাদের লোকজন অভিযান চালিয়ে যাচ্ছে।
জিজ্ঞাসাবাদের জন্য দুজন মহিলাকে থানায় নিয়ে এসেছি।
এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় গ্রহণ করবো।