খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সেমিলুপার লার্ভা পোকার উপদ্রবে জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে । কয়রার দেয়াড়া, জয়পুর, শিমলারআইট, চৌকুনী সহ বিভিন্ন এলাকাশ বিশেষ করে গেওয়া গাছে এ পোকাগুলো দেখা দিয়েছে। পোকার কারণে এলাকাবাসীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। নষ্ট করছে গেওয়া গাছসহ বিভিন্ন গাছ গাছালি । মানুষের ঘরে ঢুকে নষ্ট করছে মানুষের শান্তি । কিন্তু কোথা থেকে এই পোকার উৎপত্তি তা কেউ বলতে পারছে না।
স্থানীয় এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, কয়েক দিন পূর্বে এই পোকা এলাকার গেওয়া গাছে দেখা যাচ্ছে। তবে আগে তেমন বেশি দেখা না যাওয়ায় এলাকার মানুষ গুরুত্ব দেয়নি। কিন্তু ইদানিং কিছুদিন ধরে এই পোকার বংশ বিস্তার বিস্তর আকার ধারন করেছে । ফলে মানুষের ঘর-বাড়িসহ পরিহিত পোশাকে এই পোকার দেখা মিলছে। গেওয়া গাছ সহ পাশাপাশি গাছের ব্যাপক ক্ষতি করছে এই পোকা। স্কুল, মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়েছে। ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষের চলাচলের সময় শরীরে পড়ায় বেশ বিব্রতবোধ হতে হচ্ছে । কোমলমতি শিশুরা না বুঝে হাতে ভয় পাচ্ছে। এতে যে কোন সময়ে ঘটতে পারে দুর্ঘটনা।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এই পোকা গুলো লুপারের লার্ভা জাতীয় পোকা। এটি বন সংলগ্ন এলাকায় ও বনে হয় এমন গাছে আক্রমণ করছে । পোকা দমনে প্রাথমিক পর্যায়ে দুইটা টিম পাঠিয়েছি কিন্তু বৃষ্টির কারনে কোনকিছু করা সম্ভব হয়নি । এটা যেহেতু বনে হয় এমন গাছে আক্রমণ করছে ধান অন্য কেথাও আক্রমণ করছেনা সেহেতু এটা সামাজিক বনবিভাগের ও দায়িত্ব। যেহেতু পোকাগুলো এলাকায় ছড়িয়ে গেছে, আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই পোকা গুলো মানুষের ক্ষতি করেনা। কিন্তু গাছের ক্ষতি করতে সক্ষম। তাই এই পোকা গুলো দ্রুত দমন করা প্রয়োজন।
এ ব্যাপারে সামাজিক বনবিভাগের প্রবীর মিত্রকে বার বার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।