চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) ‘র নবাগত পুলিশ কমিশনার মো : সাইফুল ইসলাম বিপিএম ( বার) এর সাথে দৈনিক আনন্দ বার্তার সম্পাদক ও প্রকাশক, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দ বোধি ভিক্ষু গতকাল ১১ জুলাই দুপুরে সিএমপির সদর দপ্তরে এক সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় সিএমপি কমিশনার বলেন, চট্টগ্রাম একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সাংস্কৃতিক উর্বর ভূমি। এখানে পুলিশ কমিশনার হিসেবে কাজ করতে পারা সৌভাগ্য ও আনন্দের ব্যাপার।
শুভেচ্ছা বিনিময়কালে জে বি এস আনন্দ বোধি ভিক্ষু বলেন, অতিথিতের সকল পুলিশ কমিশনারদের মতো আন্তরিক সহযোগিতা ও দায়িত্ববোধের মাধ্যমে চট্টগ্রামের আইন শৃঙ্খলা রক্ষা ও মানবিক কাজে কাজ করবেন।
সাক্ষাৎকালে সিএমপির উচ্চ পদস্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ও একুশে পদকে ভূষিত গুণীজন ড জিনবোধি ভিক্ষু উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে নবাগত পুলিশ কমিশনারকে দৈনিক আনন্দ বার্তার একটি সংখ্যার কপি তুলে দেওয়া হয়।