শ্রীমঙ্গল শহরের স্টেশন রোডের রাধানাথ সিনেমা হলের সামনের ব্যবসায়ীরা শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাতের উপর টিনের সেট নির্মাণ করে দীর্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এতে করে সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হন। বিষয়টি পৌর কর্তৃপক্ষেরর নজরে আসলে পৌরসভার পক্ষ থেকে টিনের সেট দ্রুত অপসারণ করে নিতে ব্যবসায়ীদের অনেকবার অনুরোধ জানানো হয়।
দীর্ঘদিন অপেক্ষা করে কোন প্রকার প্রতিকার না পেয়ে ১১ জুলাই বৃহস্পতিবার পৌরসভার পক্ষ থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুর নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে অভিযানের নেতৃত্ব দেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর মো. কাজী আব্দুল করিম, কাউন্সিলর মো. হানিফ চৌধুরী, কাউন্সিলর চয়ন রায়সহ পৌরসভার বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ।