বন্দরে নাঙ্গলবন্ধ ব্রহ্মপুত্র নদে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার বিকালে উপজেলার ধামগড় ইউপির শ্যামপুর আড্ডা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান জানান, বুধবার দুপুর ২ টার দিকে ব্রহ্মপূত্র নদের তীরে নাঙ্গলবন্ধ শ্যামপুর আড্ডা এলাকায় জোয়ারে ৩০/ ৩২ বছর বয়সের এক অজ্ঞাত নামা লাশ ভেসে যাচ্ছিল। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌ পুলিশকে জানালে বিকালে কলাগাছিয়া নৌ পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। তবে অজ্ঞাত যুবকের পরিচয় পাওয়া যায়নি।