December 4, 2024, 2:49 pm
শিরোনামঃ
নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ! আদিবাসী পরিষদের সাথে রাজশাহী কালচারাল একাডেমির নবনিযুক্ত পরিচালক এর শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২ মহানগর সাংগঠনিক সংলাপ- ২০২৪ অনুষ্ঠিত চিত্রসেন বড়ুয়া পরলোকগমনে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন ষড়যন্ত্র মূলক মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের খালাস দেওয়ায় বিএনপি’র আনন্দ মিছিল সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ

চকরিয়া বদরখালী’তে মাদ্রাসা’য় পরিক্ষা চালাকালীন-এক শিক্ষার্থী অপহরণের সময় অপহরণকারী আটক।

স্টাফ রিপোর্টার দেলোয়ার হোছাইন চকরিয়া-কক্সবাজার

বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৮ম শ্রেণীর এক পরীক্ষার্থী মাদ্রাসায় আসার পথে অপহরণের চেষ্টা কালে জনতার হাতে অপহরণকারী’র প্রধান হোতা সায়েদ’কে আটক পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

গত-মঙ্গলবার ৯জুলাই চকরিয়া বদরখালী’তে সকাল নয়-টার সময় বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রারা’য় আসার সময় মাদ্রারাসা’র গেইটের সমানে এই ঘটনা’টি ঘটে।
তৎ মধ্যে জানাযায়, সায়েদ ৭নম্বর ওর্য়াডে’র ভেরুয়াখালী পাড়ার ওয়াজ উদ্দিন মুহুরীর পুত্র। আরও জানা যায় মেয়েটি মাদ্রারাসা’য় আসার পথে অপহরণকারী সায়েদ দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার অপহরণের চেষ্ঠা চালায় বলেও অভিযোগ ওঠেছে।

মেয়েটি আরও বলেন আমাকে তুলে নেওয়ার জন্য সায়েদ মাদ্রাসা’র গেইটের সামনে এসে আমাকে টানা-হেচঁড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, এতে তখন আমি যখন চিৎকার করি সেই সময়ে আমার বন্ধু/বান্ধব এবং সাধারণ মানুষ আমাকে বাঁচিয়ে সায়েদ’কে আটক করে।
পরে দৌঁড়ে গিয়ে আমি মাদ্রাসা’র অধ্যক্ষ হুজুরের কাছে আশ্রয় প্রার্থনা করি, তখন হুজুর আমাকে আশ্রয় দিয়ে পরীক্ষার হল রুমে পাটিয়ে দেন।

এরপর স্থানীয় সচেতন মহল বিষয়টি জানলে তারপর অবিভাবক-স্থীয় বিশেষ ব্যক্তিবর্গ ও আত্নীয় স্বজন এসে অধ্যক্ষ’র কাছে সায়েদ ও তার সহযোগিদের শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান এবং স্থানীয় সাংবাদিক’দের’কে এই বিষয়টি অবগত করেন এবং সাংবাদিক এসে বলেন, দুদ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করেন তারপর অধ্যক্ষ দুদ্রুত চকরিয়া থানার ওসিকে জানার সাথে সাথে পুলিশ এসে অপহরণকারী’কে গ্রেফতার করে পরিশেষে চকরিয়া থানা’য় নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা