।
বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসার ৮ম শ্রেণীর এক পরীক্ষার্থী মাদ্রাসায় আসার পথে অপহরণের চেষ্টা কালে জনতার হাতে অপহরণকারী’র প্রধান হোতা সায়েদ’কে আটক পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
গত-মঙ্গলবার ৯জুলাই চকরিয়া বদরখালী’তে সকাল নয়-টার সময় বদরখালী এম এস ফাজিল ডিগ্রী মাদ্রারা’য় আসার সময় মাদ্রারাসা’র গেইটের সমানে এই ঘটনা’টি ঘটে।
তৎ মধ্যে জানাযায়, সায়েদ ৭নম্বর ওর্য়াডে’র ভেরুয়াখালী পাড়ার ওয়াজ উদ্দিন মুহুরীর পুত্র। আরও জানা যায় মেয়েটি মাদ্রারাসা’য় আসার পথে অপহরণকারী সায়েদ দীর্ঘদিন ধরে বেশ কয়েকবার অপহরণের চেষ্ঠা চালায় বলেও অভিযোগ ওঠেছে।
মেয়েটি আরও বলেন আমাকে তুলে নেওয়ার জন্য সায়েদ মাদ্রাসা’র গেইটের সামনে এসে আমাকে টানা-হেচঁড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়, এতে তখন আমি যখন চিৎকার করি সেই সময়ে আমার বন্ধু/বান্ধব এবং সাধারণ মানুষ আমাকে বাঁচিয়ে সায়েদ’কে আটক করে।
পরে দৌঁড়ে গিয়ে আমি মাদ্রাসা’র অধ্যক্ষ হুজুরের কাছে আশ্রয় প্রার্থনা করি, তখন হুজুর আমাকে আশ্রয় দিয়ে পরীক্ষার হল রুমে পাটিয়ে দেন।
এরপর স্থানীয় সচেতন মহল বিষয়টি জানলে তারপর অবিভাবক-স্থীয় বিশেষ ব্যক্তিবর্গ ও আত্নীয় স্বজন এসে অধ্যক্ষ’র কাছে সায়েদ ও তার সহযোগিদের শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান এবং স্থানীয় সাংবাদিক’দের’কে এই বিষয়টি অবগত করেন এবং সাংবাদিক এসে বলেন, দুদ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য অবগত করেন তারপর অধ্যক্ষ দুদ্রুত চকরিয়া থানার ওসিকে জানার সাথে সাথে পুলিশ এসে অপহরণকারী’কে গ্রেফতার করে পরিশেষে চকরিয়া থানা’য় নিয়ে যায়।