শ্রীমঙ্গলে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ প্রশাসন
মৌলভীবাজার জেলা প্রতিনিধ মোঃ সোহানুর রহমান সোহান
Update Time :
Tuesday, July 9, 2024
/
84 Time View
/
Share
মঙ্গলবার (৯ জুলাই) শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড বিজিবি ক্যাম্প সংলগ্ন হোটেল মুন ড্রিমস- এ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ চলে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ সময় শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় সহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
হোটেলটিতে অভিযান পরিচালনা শেষে সামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকায় হোটেলের ম্যানেজার সহ কয়েকজনকে আটক করা হয়।
এর আগেও এই হোটেলটিতে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়া অসামাজিক কার্যকলাপের জন্য হোটেল কর্তৃপক্ষকে জরিমানাও করা হয়েছিল।