April 25, 2025, 11:07 pm
শিরোনামঃ
অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নাসিরনগরের এক নারী সহ আটক -৬ ঠাকুরগাঁওয়ে নদী দখল করে স্থাপনা ! নরসিংদীর পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার মেম্বার ও যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার। বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন পেকুয়ায় চাদা না পেয়ে বেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আইএবি কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন অনুষ্ঠান সম্পন্ন রংপুরের পীরগঞ্জে মরা গরুর মাংস বহনকারী ভ্যানচালক আটক ও জরিমানা । পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের উপর গুলি বর্ষণে, বেরিয়ে এলো, থলের বিড়াল। ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নওগাঁয় বিশেষ অভিযানে চালিয়ে আশরাফ আলী বাড়ি থেকে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

রানীশংকৈল থানা পুলিশ কর্তৃক নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র ময়মনসিংহ থেকে উদ্ধার।

আব্দুল জব্বার স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলায় গত ০৫/০৭/২৪ ইং তারিখে ৪ জন মাদ্রাসা পড়ুয়া ছাত্রের নিখোঁজের ঘটনা ঘটে।

এই নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে গত ০৬/০৭/২০২৪ ইং তারিখে অত্র মাদ্রাসা সুপার রমজান আলী ৪ জন শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজের বিষয়টি ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, পিপিএম-সেবা মহোদয় জানার পরে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক নিখোঁজ শিশুদের উদ্ধার করার জন্য সহকারী পুলিশ সুপার রানীশংকৈল সার্কেল মো:ফারুক আহাম্মেদকে নির্দেশনা প্রদান করেন।

এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে নিখোঁজ মাদ্রাসা ছাত্রদের অবস্থান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কলাপাগড়া নামক স্থানে আছে মর্মে জানা যায়।

পরবর্তীতে রানীশংকৈল থানার একটি চৌকিস টিম গত ০৮/০৭/২৪ ইং তারিখে হালুয়াঘাট থানার সহযোগিতায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নিখোঁজ চার জন মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করে।

এই উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্ররা হলেন (১) মোঃ নাদিমুল ইসলাম (১৫) পিতা:মোঃ সাদিকুল ইসলাম,সাং ফতেপুর থানা:ঠাকুরগাঁও সদর (২) মোঃ মেহেদী হাসান(১৫) পিতা: মোঃ আনোয়ার হোসেন সাং রাতোর থানা: রানীশংকৈল (৩) মোঃ রাফিউল আলম(১৪) পিতা: মৃত লিটন সাং ফরিংগাদিঘী থানা: রানীশংকৈল (৪) মোঃ হাবিবুর রহমান (১৩) পিতা: মোঃ আইনুল হক সাং টাংগাবাজ থানা: রানীশংকৈল সর্ব জেলা ঠাকুরগাঁও।

এই বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ জয়ন্ত কুমার প্রেস রিলিজের মাধ্যমে জানান উদ্ধারকৃত ছাত্ররা মাদ্রাসার লেখাপড়ার চাপে মাদ্রাসা থেকে পালিয়ে ছিল তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা