মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা হাইদচকিয়া ফটিকছড়ি চট্টগ্রামের নেতৃবৃন্দের সাথে ফটিকছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজিম উদ্দিন মুহুরী মতবিনিময় সভা ফটিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ৯ জুলাই মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি তরুণ কুমার আচার্যের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মো. জসিম উদ্দিন, জাতীয় গীতা পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি প্রভাস চৌধুরী, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, সংগঠনের সাধারণ সম্পাদক ধীমান দাশ, সংগঠনের উপদেষ্টা সুজন শীল, মানিক বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান বলেন, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা অসম্প্রদায়িক মানব কল্যাণে মওলা হুজুর মাইজভাণ্ডারীর নির্দেশনায় দুঃস্থ সেবা কার্যক্রম, বৃক্ষরোপন সপ্তাহ, নারীর ক্ষমতায়ণ, দুঃস্থ মানুষের চিকিৎসা সহায়তা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী ১ যুগ ধরে করে আসছেন। তারা সংগঠনের ভূঁয়শী প্রসংসা করেন।