শ্রীমঙ্গলে রাস্তায় ফেলে গেল বৃদ্ধ বয়সী বাবাকে তার সন্তান।রাস্তায় ফেলে গেল লক্ষ টাকা বেতনের চাকরি করুয়া ছেলে বৃদ্ধ বাবাকে ।
এক ছেলে কাতার প্রবাসী যার বেতন লক্ষ টাকার উপরে। আরেকজন চাকরি করেন গ্যাস ফিল্ডে কষ্ঠদায়ক এবং হৃদয় বিদারক ঘটনা ।
স্থানীয় জনসাধারণ দেখে উনার ছেলের সাথে যোগাযোগ করলে তারা তাদের বাবাকে বাসায় নিবে না বলে তাদেরকে জানায়। এবং একটি বৃদ্ধাশ্রম খুঁজতেছে তারা বলে তাদেরকে জানায়।
বিষয়টি পানসী রেস্টুরেন্টের মালিক দেখে আমাদেরকে জানালে,আমরা তার ছেলের সাথে ফোন আলাপ করি এবং সে আমাদেরকে জানায় সে বর্তমানে চাকরিরত অবস্থায় বিবিয়ানা তে আছে নবীগঞ্জে।
আগামীকাল সে এসে তার বাবাকে নিয়ে যাবে। অথচ বৃদ্ধ লোকটিকে আজ নয় দিন হয় ফেলে গেছে তার নিজ সন্তান শ্রীমঙ্গলে রাস্তার পাশে। এই সমস্ত ছেলে সন্তানদের কি করা উচিত আপনারাই সিদ্ধান্ত দেন। বিষয়টি দয়াকরে ভালো লাগলে ছড়িয়ে দিবেন যাতে শ্রীমঙ্গল স্থানীয় প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিষয়টি দেখেন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন।