চট্টগ্রামের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সমন্বিত ও বাংলাদেশ আওয়ামীলীগের আদর্শিক পরিবহন সংগঠন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের মাসিক বর্ধিত সভা গতকাল ৫ জুলাই শুক্রবার বিকেল ৫টায় নগরীর পাহাড়তলী আমবাগান রেলওয়ে স্কুল সংলগ্ন সাংগঠনিক কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলশী থানা কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এস.এম.লেয়াকত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আকবরশাহ থানা শাখার সমন্বয়ক কাজী সাইফুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ কালিম শেখ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি স.ম. জিয়াউর রহমান, সহ-সভাপতি আবু হানিফ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক শেখ, মোহাম্মদ বায়েজিদ ফরায়েজী, সংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফ, মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক ইমাম হোসেন রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল আলিম, আইন বিষয়ক সম্পাদক এড. বিজন কবির, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিকু বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মিলন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ জসিম প্রমূখ। সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার পরিবহন শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করছে। এর সুফল সকল শ্রমিকদের মতো পরিবহন শ্রমিকরাও সুফল ভোগ করছে। বক্তারা বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার শ্রমিকবান্ধব সরকার। তারা অবিলম্বে পরিবহন শ্রমিকদের স্মার্ট পরিবহন শ্রমিক তৈরি করণে নতুন কর্মসূচী গ্রহণ করার আহ্বান জানান।