সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশু-কিশোরদের মেধা বিকশিত হয়। আগামী প্রজন্মকে স্মার্ট নাগরিক ও মেধাবী প্রজন্ম হিসেবে গড়ে তুলতে শিশুদের ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চা করাতে হবে। সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যদি শিশুদের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাহলে তাদের চিন্তাচেতনার মধ্যে আমরা পরিবর্তন আনতে পারব। পড়ালেখার পাশাপাশি শিশুদের বিভিন্ন সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করাতে হবে। সাংস্কৃতিক চর্চায় অংশগ্রহণ করলে যেমন তাদের মেধার বিকাশ ঘটবে। প্রতিটি বড় অর্জনের পেছনে সাংস্কৃতিক কর্মীরা একটি বড় ভূমিকা রেখেছেন। তাই আমাদের পরের প্রজন্মকেও সেভাবে তৈরি করতে হবে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পদুয়া বড়পাড়া মিলন ডাক্তারের বারিস্থ এস পি এন সাংস্কৃতিক একাডেমীর ৪র্থ শাখার উদ্যোগে ৬ জুলাই ২০২৪ শনিবার বিকাল ৩টায় একাডেমীর সাংগঠনিক সম্পাদক সংগীতশিল্পী যুমনা দাশের সভাপতিত্বে, সাংস্কৃতিক সম্পাদক বিউটি দাশের সঞ্চালনায় এস পি এন সাংস্কৃতিক একাডেমীর ৪র্থ শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও নৃত্য প্রশিক্ষক, বাংলাদেশ টেলিভিশন শিল্পী মধু চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন। বিশেষ অতিথি ছিলেন লায়লা মকসুদ উচ্চ বিদ্যালয় স্কুলের শিক্ষিকা বৃষ্টি শীল।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সংগীত প্রশিক্ষক আকাশ দাশ। আলোচনা সভা শেষে মধু চৌধুরীকে ফুল দিয়ে অভিনন্দন জানান একাডেমির সদস্যবৃন্দ।