মুছাপুর ইউপি’র উপনির্বাচন ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা।
আগামী ২৭শে জুলাই বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে মাকসুদ হোসেন উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হওয়ায় শূন্যপদে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও গতকাল ৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ।
বৈধ প্রার্থীরা হলেন- বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিণী নার্গিস আক্তার ও তার ছেলে মাহমুদুল হাসান শুভ, ব্যবসায়ী আলী হোসেন ও মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। হলফনামায় ত্রুটি থাকায় সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হানিফ কবির ও মাসুদ রানার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ই জুলাই। ১১ই জুলাই প্রতীক বরাদ্দ। আগামী ২৭শে জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ চলবে।
উল্লেখ্য, এ ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে মো. মাকসুদ হোসেন পদত্যাগ করে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।