বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর এলাকায় একই ঘরে একই সময়ে আবু দাউদ শেখ এবং তার স্ত্রী সোহেলী আক্তার লাকির গলায় র*শি দেয়া ঝু’ল*ন্ত লা*শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে তাদের নিজ বসতঘরের ফ্যনের সাথে ঝু*ল’ন্ত অবস্থায় লা*শ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গত রাতের কোনএক সময় তারা আ*ত্ম’হ*ত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃ’ত্যু*র সঠিক কারণ জানা যাবে।
নিহত আবু দাউদ শেখ বৈটপুর ফকিরডাঙ্গা এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে ও নি*হত সোহেলী আক্তার লাকি আবু দাউদ শেখর স্ত্রী। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।