শ্রীমঙ্গলে দেশীয় মাছের অভয় আশ্রম বাইক্কা বিলে অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে মাছ শিকারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩জুলাই) এই অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব
বাংলাদেশের স্বীকৃত একমাত্র স্থায়ী মৎস্য অভয়াশ্রম শ্রীমঙ্গলের বাইক্কা বিল। এ বিলে প্রায় সময় একটি চক্র অবৈধ কারেন্ট জল দিয়ে মাছ শিকার করেন। খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় সাত হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। সেই সাথে এক ব্যক্তিকে জরিমানাও করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরাজুল কবির, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তাও শ্রীমঙ্গল থানা পুলিশ।