নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ নং চেরাগপুর ইউনিয়নের ৯ নং চৌমাশিয়া বাজারের চ্যোংকুড়ি মোড়ে, মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে শিমুল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলে থাকা আর ২ জনগুরুতর আহত হন। বুধবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চৌমাসিয়া নওহাটার মোড়ের পূর্ব দিকে চাংকুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিমুল নওগাঁ সদর উপজেলার মধ্য-দূর্গাপুর গ্রামের শহিদুলের ছেলে। তিনি নওগাঁ শহরের দয়ালের মোড়ে হোটেল ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, শিমুলসহ আরো দুই জন মোটরসাইকেলযোগে নওগাঁ থেকে কড়াই কেনার উদ্দেশ্যে নওহাটা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথেমধ্যে চাংকুড়ি মোড়ে পৌঁছালে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নওহাটা থেকে ছেড়ে আসা নসিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিমুল ঘটনাস্থলে নিহত হন এবং আরো দুই জন মোটরসাইকেল আরোহী আহত হন। দুইজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা জন্য পাঠিয়ে দেয় স্থানীয়রা।ওসি রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নওগাঁ।