নোয়াখালী জেলার চাটখিল প্রেস ক্লাবে সোমবার (২৪ জুন) বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেস ক্লাবের সাথে জড়িত সাংবাদিকগণ অংশগ্রহন করেন।
প্রেস ক্লাবের সহ-সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সার্জেন্ট (অব.) দীন মোহাম্মদ, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক প্রভাষক জসিম মাহমুদ, প্রেস ক্লাবের সদস্য মোজাম্মেল হক লিটন ও সাঈদ মোহাম্মদ তুষার। আরো বক্তব্য রাখেন গোলাম সারোয়ার জুয়েল। সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার সম্পাদক নুর আলম, চাটখিল প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ রহমত উল্যা, রুবেল হোসেন, খালেদ হোসেন জুয়েল, মো. আলমগীর হোসেন হিরু, সাইফুল ইসলাম বাবর, মো. ইলিয়াছ কাঞ্চন প্রমুখ।
সভায় বক্তরা বলেন, প্রেস ক্লাবের সাথে জড়িত দুই/একজন সাংবাদিক নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রায় দুবছর ধরে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। সর্বশেষ তাদের এই হীন স্বার্থ চরিতার্থ করতে না পেরে প্রেস ক্লাবের নিচে দোকান ঘরের একটা ঘটনাকে কেন্দ্র করে প্রেস ক্লাবের ওয়াস রুম সিলগালা করা হয়নি মর্মে গত ১০ জুন জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৫ এর পাতায় প্রতিবেদন প্রকাশ করা হয়।
এই সংবাদ প্রকাশিত হওয়ার পর প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। সভায় বক্তরা প্রেস ক্লাবের সুনাম ঐতিহ্য রক্ষা করার জন্য সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের অঙ্গিকার করে, যারা সংগঠন বিরোধী কাজে লিপ্ত রযেছে তাদের কে বয়কট করার ঘোষণা দেন।