নোয়াখালী চাটখিলে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
নোয়াখালীর চাটখিলে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন রোববার বিকালে চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে
উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ পাটোয়ারী, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও ইউপির চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ,যুগ্ন সাধারণ সম্পাদক ও ইউপির চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান ভিপি লিটন।
চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মিজানুর, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, চাটখিল পৌরসভার কাউন্সিলর নজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, চাটখিল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সুমন চৌধুরী)
চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সালাহ উদ্দিন সুমন, চাটখিল উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মী ও, চাটখিল উপজেলা কৃষক লীগের সহ সভাপতি মোঃ সোহাগ,চাটখিল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।