ঢাকায় ট্রেনে কাটা পড়ে সাতক্ষীরার মাহমুদুল নিহত।
মাত্র দুই মাস তিনদিন আগে সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকার নূরুল আমিন দিপুর একমাত্র মেয়ে সাদিয়া সুলতানার বিয়ে হয় ইটাগাছা বাঙালের মোড় এলাকার শাহ আলমের মেজ ছেলে মাহমুদুল হাসানের। মাত্র ৯ দিন আগে ১৫ জুন সাদিয়া সুলতানা বধুবেসে এসেছিলেন স্বামীর বাড়িতে। হাতে তাঁর মেহেদির রং শুকাতে না শুকাতেই দুর্ঘটনায় প্রাণ গেল সাদিয়ার স্বামীর। স্বামী চাকরি করতেন রাজধানী ঢাকার কুড়িল এলাকায় একটি প্রাইভেট কোম্পানিতে। ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে মাহমুদুল হাসান (৩০) ট্রেনের ধাক্কায় মারা গেছে। রবিবার ২৩ জুন সকাল এগারোটায় সংবাদ আসে মাহমুদুল মারা গেছে এমন খবরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এদিকে ঢাকা রেলওয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন এলাকায় পৃথক দুর্ঘটনায় মাহমুদুল হাসান (৩০) ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।
ঢাকা থেকে মাহমুদুলের মরদেহ রাত দশটা দশ মিনিটে লাশবাহী গাড়ি তার বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিধায়ক দৃশ্য সৃষ্টি হয়। তার জানাজার নামাজ রাত সাড়ে দশটায় বাঙ্গালের মোড় মাদ্রাসা মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কামালনগর গোরস্থানে দাফন করা হয়।