শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী
অদ্য ২৩ /৬/২৪ ইং রবিবার সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী লীগ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আনন্দ র্যালি ও শিবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ফেদৌসী ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহসীন নাজির, প্রচার সম্পাদক ও সাবেক সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্ত ফজলে রাব্বি খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা,ভাইস চেয়ারম্যান ইফতেখারউদ্দিন খান নিপুন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুুর রহমান খান ভুলু মাস্টার, সাধারন সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, শিবপুর পৌরসভা মেয়র প্রার্থী, ও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো: সামসুল ইসলাম মোল্লা, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জোনায়েদুল হক ভূইয়া জুনু, আলহাজ্ব শাখাওয়াৎ হোসেন সুমন, সাবেক মহাসচিব ডি এল এফ ই ও স্ট্যান্ডিং কমিটির সদস্য।
পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, সাধারণ সম্পাদক ফারুক খান, উপজেলা তাঁতী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।