রামপাল থানা পুলিশের অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর সার্বিক দিক নির্দেশনায় ও রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব সোমেন দাশ এর তত্বাবধায়নে এসআই (নিঃ)/নিকুঞ্জ রায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-২২/০৬/২০২৪খ্রিঃ তারিখ রামপাল থানা এলাকায় মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা কালে রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড গিলাতলা (হাওলাদার পাড়া) সাকিনস্থ জনৈক হাওলাদার লিয়াকত আলীর বাড়ীর সামনে গিলাতলা বাজার হতে মুজিবনগর গামী পাকা রাস্তার উপর ১.মুন্না মোহাম্মদ রকি (২০), পিতা-মোল্লা আল মামুন, গ্রাম- গিলাতলা (হাওলাদার পাড়া) , থানা- রামপাল, জেলা -বাগেরহাট’কে ৪৫ (পঞ্চাশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর উক্ত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়