February 8, 2025, 3:57 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে আম চুরি থানায় এজাহার।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লহলামারী গ্রামে চুরি করে আম পেড়ে নেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ওই জমিতে থাকা দুইটি গাছ আম গাছ থেকে আম পেড়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় (২৩-০৬২০১৪) ইং রবিবার ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

থানায় লিখিত এজাহারে আসামি করা হয় চার জনকে, আসামিরা হলেন চাঁদপুর, কংসরা গ্রামের মৃত মুঞ্জুর আলী স্ত্রী ১। মোসাঃ নোবাহার বেগম (৫০) মুঞ্জুর আলীর ২। জহুরুল হক (৩৫) ৩। মোঃ হিমেল আলী (৩০) ও মামুন আলীর ছেলে, মোঃ হাসান আলী (১৯) এজাহার ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার চককীত্তি ইউনিয়নের চাঁদপুর গ্রামের নোবাহারের সঙ্গে একই গ্রামের সাইফুল ইসলাম ও মাইনুল ইসলামের সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার নোবাহারের নেতৃত্বে, মোঃ জহুরুল হক, মোঃ হিমেল আলী ও মোঃ হাসান আলী
সহ ৮-১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাইফুল ইসলামের দুইটি আমগাছ থেকে ১০/১৫ মণ আম পেড়ে নেয়।

বাগান মালিক সাইফুল ইসলাম মাষ্টার বলেন, আমি আমার, ভোগদখলিয় আম বাগানে, রবিবার সকাল ছয়টার দিকে, চুরি করে আম পেড়ে নেয়া হচ্ছে, বলে মোবাইল ফোনে জানান, আম বাগানের পাহারাদার, মোঃ নেফাউর রহমান, আমি খবর পেয়ে, ৬/৭ নং ওয়ার্ড মেম্বার ০৭ নং ওয়ার্ড সাবেক মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আম বাগানে গিয়ে, দেখি আমার আম বাগানের ১০/১৫ মণ অপরিপক্ক ফজলী আম পেড়ে নিয়েছে, নোবাহারসহ তার সঙ্গের লোকজন, এসময় ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আম পাড়া বন্ধ করে, গ্রাম পুলিশ আপনের হেফাজতে আম ও একটি ব্যাটারি চালিত ভ্যান চককীত্তি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। পরে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছি।

ওয়ার্ড সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গরা বলেন, এর আগে, আমরা অনেক বার এ বিষয়টি নিয়ে নিরসনে বসেছি নোবাহার তার কোন কাগজ পত্র দেখাতে পারেননি।

অভিযুক্ত নোবাহার বলেন, এ জমি আমাদের। আমরা এ জমির মালিক। আমরা আমাদের বাগানের আম পেড়ে নিচ্ছি এখানে কারো কিছু বলার নাই, আপনার কাছে কোর্টের নির্দেশনা আছে কি না এমন প্রশ্ন করা হলে তিনি তার কোন সদুত্তর দিতে পারেননি।

শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় লিখিত এজাহার নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা