জয়পুরহাট পাঁচবিবিতে পাওনা টাকা চাইলে হত্যার হুমকি সহ পুকুরে মাছ মেরে ফেলার হুমকি দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
গত ১৬ জুন (রবিবার) সকাল ১১ টায় পাঁচবিবি মডেল প্রেস ক্লাবে উপস্থিত হয়ে ভুক্তভোগী রুবেল মাহমুদ বলেন জমি ক্রয় করার জন্য মোঃ আব্দুস ছালামকে নগদ ৪,৮০,০০০/=(চার লক্ষ আশি হাজার) টাকা প্রদান করি এবং ১ মাসের মধ্যে জমি নামজারী করা হলে দলিল করে দিবে বলিয়া অঙ্গীকার করে। এমতাবস্থায়, নামজারি হওয়ার পরেও দলিল না করিয়া বিভিন্ন তালবাহানা করিয়া আসিতেছে। এক পর্যায়ে সে জমি দলিল করিয়া দিবে না বলে জানান ।
টাকা ফেরৎ চাইলে সে দেওয়ার কথা বলিয়া তারিখের পর তারিখ দিতে থাকে এবং সময় কালক্ষেপন করিতেছে। যার পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হইয়া গত ১৪ জুন(শুক্রবার) জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখায় লিখিত অভিযোগ দিলে প্রসাশন উপরোক্ত বিষয়ে প্রদক্ষেপ গ্রহন করেন।
তখন আব্দুস ছালাম বড়ভাই ২ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল রশিদের ক্ষমতা বলে মোঃ আছির উদ্দীনসহ পরস্পর যোগ সাজস্যে আমার পথে ঘাটে যাওয়ার পথে হত্যা সহ গুম করার হুমকি প্রদান করিতেছে এবং বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ আমার মান সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করিতেছে।
এছাড়াও আমার চাষকৃত পুকুরে প্রায় ১২,০০,০০০/=(বার লক্ষ) টাকার মাছ বিষাক্ত কীটনাশক দিয়া মেরে ফেলার হুমকি প্রদান করিয়া আসিতেছে।
তাদের এমন হুমকি ধামকিতে যে কোন সময় আমার ও আমার পরিবারের অন্যান্য সদস্যদের জান ও মালের বড় ধরণের ক্ষতি হইবার সম্ভাবনা রহিয়াছে।
এ বিষয়ে অভিযুক্তরা বলেন
এবিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব বলেন দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।