।
উপকূলীয় অঞ্চল বদরখালী ইউনিয়ন ০৩ নম্বর ব্লক ০৯ নম্বর ওর্য়াড নাপিতখালী পাড়া’য় বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী সংলগ্ন ওয়াপদা বেরিবাঁধের বেহাল দশা, যে বেরিবাঁধ টি ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় ভেঙ্গে মাতামুহুরি প্রত্যেক পরিবার থেকে মানুষের মৃত্যু হয়, সেই বেরিবাঁধটি আদৌ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে মেরামতের কোন পরিকল্পনা উপকূলীয়বাসী দেখতে পাননি এবং সেই বেরিবাঁধের একদিকে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি-বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির চিংড়ি প্রকল্প আরেক দিকে বঙ্গোপসাগর অতএব উপকূলীয়’বাসীর আকুল আবেদন চকরিয়া পেকুয়ার মাননীয় এমপি মহোদয় ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় এবং স্থানীয় চেয়ারম্যান মহোদয় এর প্রতিও অনুরোধ জানাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি এই ওয়াপদা রাস্থা বেরিবঁধের উপর দিয়ে নিয়ে যেতে পারছেনা কোন মানুষের লাশ আরও হাটা চলাফেরা করতে পারছেনা স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র/ছাত্রী এবং মসজিদের ইমাম, মোয়াজ্জেম এবং নিয়মিত মুসল্লী। পরিশেষে পানি উন্নয়ন বোর্ডের প্রতি ও আকুল আবেদন উপকূলীয় এলাকাবাসী’র পক্ষ থেকে আপনাদের শুনজরে আনার জন্য স্বজ্ঞাপন করছি।
এই বেরিবাধ যদি মেরামাদ করা না হয় বদরখালী সহ চকরিয়ার ৭ টি ইউনিয়ন পানিতে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।