নিজেকে ম্যাজিট্রেট দাবি করে বিবাদীর থেকে মোটা অংকের টাকার বিনিময়ে আদালতে চলমান মামলা তুলে নিতে সন্ত্রাসী দিয়ে হুমকি প্রদান করেছে সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোবিন্দ মন্ডল। নারী ও শিশু নির্যাতন দমনে চলমান মামলা তুলে নিতে বাদী কে হুমকি প্রদান করে। মামলা না তুলে নিলে দেখে নেওয়ার হুমকি দেন। তাকে বিভিন্ন ভাবে হয়রানি করার চেষ্টা করে চলেছে। তার ইউনিয়নে সে এই অঞ্জলে শাসক দাবি করে সবমসময়। চেয়ারম্যান গোবিন্দের অত্যাচারে অতিষ্ঠ সাধারণ জনগন।
ভুক্তভোগীরা বলেন, চেয়ারম্যান গোবিন্দ সন্ত্রাসী বাহিনী দিয়ে মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
মানবাধিকার সংগঠক বলেন, একজন চেয়ারম্যান এভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে মামলা তুলে নেওয়ার এখতিয়ার নেই। সে আদালতে উর্দ্ধে নয়। তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু বলেন, আদালতে মামলা চলাকালীন একজন ইউপি চেয়ারম্যান হুমকি প্রদান করতে পারে না।আদালতের সিদ্ধান্তের বাইরে গিয়ে সে যে আইন বহিংভূত কাজ করছে তার জন্য তাকে নোটিশ করা করা হবে। তাকে আইনগত ভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, বারবার পরাজিত হয়ে গোবিন্দ মন্ডল এইবার চেয়ারম্যান হয়ে সম্পদ অর্জন করতে মরিয়া হয়ে উঠেছে। সে নিজেকে ম্যাজিট্রেট দাবি করে চলেছে। কোন আদালতে মামলা নয় তার বিচার হবে শেষ সিদ্ধান্ত এটাই জনশ্রুতি রয়েছে।