February 10, 2025, 11:18 pm
শিরোনামঃ
তাহিরপুরে নৌকা ঘাটের ইজারা, অনিয়মে পাল্টাপাল্টি অভিযোগ মানা হচ্ছেনা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা বগুড়ার ছুরিকাঘাতে যুবক নিহত চাঁপাইনবাবগঞ্জে শেষ হল শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার মানববন্ধনে বক্তারা – নৌ-পথে ডাকাতি প্রতিরোধে নৌ-পুলিশ, কোস্টগার্ড ও প্রশাসনের কোন পদক্ষেপই কার্যকর হচ্ছে না কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা চৌমুহনীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ বিশেষ কায়দায় রক্ষিত ৫০৫ বোতল ফেনসিডিল উদ্ধার পাঁচবিবিতে এক বোবা নারীর আর্তনাদ: থাকার মতো ঘর নেই, সরকারি সাহায্যও মেলেনি। বন্দরে আলোচিত সেই এসআই সাইফুলের বিরুদ্ধে আইজিপি বরাবর ভুক্তভোগীদের অভিযোগ  ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে প্রেমিকসহ স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড….

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পুনঃ নির্মিত।আধ্যাত্মিক সাধক হযরত মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স শুভ উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম।

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পুনঃ নির্মিত।আধ্যাত্মিক সাধক হযরত মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স শুভ উদ্বোধন।

 

আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে আধুনিক ও ইসলামিক স্থাপত্য শিল্পের আদলে অত্যন্ত সুন্দর ও মনোরমভাবে পুনঃনির্মিত হয়েছে বার আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সাধক হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার কমপ্লেক্স। ১৮ জুন বাদে মাগরিব, খতমে কোরানে পাক, খতমে মাজমুয়ায়ে সাল্লাতে রাসূল (সা.) মিলাদকিয়াম ও মোনাজাতের মধ্য দিয়ে অত্র মাজার শরীফ শুভ উদ্বোধন হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মাজার জিয়ারত, নতুন গিলাব জড়িয়ে এবং মোনাজার্তে মধ্য দিয়ে নবনির্মিত আধুনিক স্থাপত্যের এ মাজার শরীফ শুভ উদ্বোধন করেন। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পবিত্র মাজার শরীফ উদ্বোধনীতে মোস্তফা হাকিম পরিবারের আলহাজ¦ এম.এ. তাহের, হযরত গরীবুল্লাহ (র.) মজারের মোতোয়াল্লী শফর আলী, হযরত বায়েজিদ বোস্তামী (র.) মাজারের মোতোয়াল্লী হাবিবুর রহমান, হযরত শাহ মোহছেন আউলিয়া (র.) মাজারের মোতোয়াল্লী এস এম ফজলুল করীমসহ অন্যান্য মোতোয়াল্লীবৃন্দ, সাবেক কমিশনার নেওয়াজ খান, সমাজসেবক হারুন ইউছুফ, আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম, নির্বাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, পরিচালক-আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সমাজসেবক জাহিদুল হক সিবলুসহ হযরত মোহছেন আউলিয়ার আওলাদ, ওয়ারিশ, খাদেম, ওলামায়ে কেরাম, হাফেজসহ অগণিত আশেক ভক্ত ও সম্মানিত ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। পুননির্মিত আধুনিক স্থাপত্যের পবিত্র মাজার শরীফ শুভ উদ্বোধনী বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, সংশ্লিষ্ট সরকারী দপ্তরের অনুমতি নিয়ে দীর্ঘ প্রায় এক বছর সময় ধরে পবিত্র এই মাজার নির্মিত হয়েছে। আল্লাহ তা’য়ালার রহমতের নির্দশন এই মাজার। তিনি বলেন, আগামী ১০ বছর এই মাজার শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। সাবেক মেয়র আরো বলেন, মাজার শরীফের পালা কমিটি, খাদেম, মোতোয়াল্লীবৃন্দ আছেন উনারা উনাদের দায়িত্ব যথানিয়মে পালন করে যাবেন। তাদের কার্যক্রমের বিষয়ে আমাদের কোনই বক্তব্য নেই। তিনি বলেন, মাজার শরীফের আশপাশে জায়গা পাওয়া গেলে ওরশ শরীফের সুবিধা হবে। জায়গা ক্রয় করার জন্য মাজার কমিটির প্রতি অনুরোধ থাকবে। তিনি আরো বলেন, ওরশ শরীফের জন্য জায়গা ক্রয়ের ক্ষেত্রে আমরাও শরীক হবে। মনজুর আলম বলেন, আমাদের যাবতীয় সেবা আল্লাহ, আল্লাহর রাসুল ও অলি আউলিয়াদের সন্তুষ্ঠির জন্য। পরে পবিত্র ওরশ শরীফ উপলক্ষে তবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়ুর রহমান এবং মিলাদ পরিচালনা করেন মাওলানা ইউনুস রজভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা