পাবনা সদর জামায়াতের আমির এর পিতা এরাদ আলী মোল্লার জানাজায় হাজারো মানুষের ঢল।
পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব এর পিতা এরাদ আলী মোল্লা আজ সকাল সাড়ে ১১ টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইরাদ আলী মোল্লার নামাজে জানাজা হাজারো মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (২০ জুন) বাদ আছর খাপড়াডাঙ্গী গোরস্থান মাঠে ইরাদ আলী মোল্লার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি সকাল সাড়ে ১১ টার সময় চরতারাপুর ইউনিয়নের নতুন গোয়ালবাড়ি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি, নাতনি সহ অসংখ্য গুনো অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উক্ত নামাজে জানাজা পুর্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, জেলা সেক্রেটারী প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খান, ইসলামীয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল লতিফ, সদর জামায়াতের নায়েবে আমির মাওলানা জাকারিয়া খান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এ এস এম আবদুল্লাহ, অফিস সেক্রেটারী এস এম সোহেল, মাওলানা জুবায়ের হোসেন খান, পৌর জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন, নায়েবে আমির আব্দুল কাদের, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল, সাংবাদিক আলাউদ্দিন সহ জামায়াতের জেলা, উপজেলা, ইউনিয়নের সর্বস্তরের দায়িত্বশীল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, এরাদ আলী মোল্লা একজন ভালো মানুষ ছিলেন। তিনি ইসলামী অনুশাসন মেনে চলতেন এবং সমাজে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য সারা জীবন কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ আরো বলেন, মহান আল্লাহ তায়ালা মরহুমের ভালো কাজ গুলো কবুল করুন, তাকে ক্ষমা করুন এবং বেহেশত নসিব করুন। পরিশেষে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন যেন আল্লাহ তায়ালা তাদেরকে সবরে জামিলা দান করেন।
পাবনা জেলা প্রতিনিধি
২০/০৬/২৪