ডিবির তৎপরতা কমে যাচ্ছে, অভিযোগ এমপি আনারকন্যা ডরিনের।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তার অভিযোগ, শুরুতে যে তৎপরতা ডিবি দেখিয়েছিল, এখন তেমনটি নেই।
বুধবার (১৯ জুন) সকাল ১০টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝিনাইদহ-কুষ্টিয়া হাইওয়ে সড়কের রঘুনাথপুর বাজারে এক মানববন্ধনে ডরিন এমন অভিযোগ করেন।
তিনি বলেন, “আমাকে এতিম করে দিয়ে কালীগঞ্জে এসে আবার আমাকে সান্ত্বনা দিয়ে অভিনয় করে যায়। ভাঙ্গায় বসে তারা ছবি আদান-প্রদান করে। কেন তারা আমার বাবাকে নৃশংশভাবে হত্যা করলো? আমি কাউকে সন্দেহ করিনি। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তাদের নামও আমি বলিনি। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করেছে।”
তিনি বলেন, “আমার বাবার নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে প্রশাসন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু চাচাকে আটক করেছে। আমি তো কারো নাম বলিনি। তাহলে কেন এখন বলা হচ্ছে তাদের ফাঁসানো হচ্ছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন আমার বাবার হত্যার বিচার করবে।”
মুমতারিন ফেরদৌস ডরিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দিন দিন কেন ডিবির তৎপরতা কমে যাচ্ছে? আমি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি এখন নাকি চাপ আসছে। যার কারণে বাবার হত্যা মামলাটির কার্যক্রম দিন দিন কমে যাচ্ছে। ডিবির কার্যক্রমও কমে যাচ্ছে।”
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু। স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।