মাগুরা মহম্মদপুর পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে জোড়া খুনের মামলায় এজহার নামীয় ২জন পলাতক আসামি গ্রেফতার।
গত ৩০শে ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রাতে পূর্ববিরোধের জের ধরে মাগুরা মোহাম্মদপুর পানিঘাটা মধ্যপাড়া ঢোকচান্দের মাঠে ডাব খাওয়ার কথা বলে সবুজ মোল্লা (৩০) ও হৃদয় মোল্লা (১৭) উভয় পিতা মোঃ মঞ্জু মোল্লা গ্রামঃ পানিঘাটা মধ্যপাড়া থানাঃ মহম্মদপুর জেলাঃ মাগুরা। পূর্বপরিকল্পনা মোতাবেক তারা ২ জন উক্ত স্থানে পৌঁছালে আসামিরা অতর্কিতভাবে তাদেরকে আক্রমণ করে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মসিউদ্দৌলা রেজা পিপিএম (বার) মহোদয় পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য নির্দেশনা প্রদান করেন। আসামীরা গ্রেপ্তার এড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করলেও পুলিশ সুপার মহোদয়ের সুনির্দিষ্ট নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল, মাগুরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার অন্যতম দুইজন পলাতক আসামি আব্বাস (৩৫) পিতাঃ মৃত জয়দার মোল্যা, রজব আলী (৩০) পিতাঃ নুরুল হক, উভয়ের গ্রামঃ পানিঘাটা থানাঃ মহম্মদপুর জেলাঃ মাগুরাদের শনিবার ১৫ই জুন ২০২৪ ইং তারিখ রাত ০২:০৫ মিনিটে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেফতার করে। আসামিদের প্রাথমিক জিজ্ঞাসা বাদ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে। উল্লেখ্য যে, ইতিপূর্বে এই মামলার এজহার নামীয় ০৪ জন আসামী গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের মধ্যে আসামি আশিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। সহযোগী পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।