April 25, 2025, 10:58 pm
শিরোনামঃ
অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নাসিরনগরের এক নারী সহ আটক -৬ ঠাকুরগাঁওয়ে নদী দখল করে স্থাপনা ! নরসিংদীর পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার মেম্বার ও যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার। বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন পেকুয়ায় চাদা না পেয়ে বেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আইএবি কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন অনুষ্ঠান সম্পন্ন রংপুরের পীরগঞ্জে মরা গরুর মাংস বহনকারী ভ্যানচালক আটক ও জরিমানা । পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের উপর গুলি বর্ষণে, বেরিয়ে এলো, থলের বিড়াল। ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নওগাঁয় বিশেষ অভিযানে চালিয়ে আশরাফ আলী বাড়ি থেকে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

কোম্পোনীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক।

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

 

 

 

: নোয়াখালীর কোম্পানীঞ্জে চরএলাহী ইউনিয়নে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রী ফারজানা আক্তারকে (২১) হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজলোর চরকলমি গ্রাম থেকে ফারজানার মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুস সুলতান মরহেদ উদ্ধারের বিষয়টি নিশ্চিতি করেন।

নিহত ফারজানা আক্তার ওই গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তার বাড়ি সুবর্ণচর উপজেলার চরবৈশাখী গ্রামের বশির উল্যাহ মেয়ে।

এ ব্যাপারে বশরি উল্যাহ অভিযোগ করে জানান, ৫—৬ বছর আগে চরকলমি গ্রামরে সিরাজুল ইসলামের বড় ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ফারজাহানার বিয়ে হয়। বিয়ের পর থকে একাধিক নারীর সঙ্গে জহিরের পরকিয়ার ঘটনা জানতে পারি। পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে ফারজানা জহিরুলের মোবাইলে একটি মেয়ের সঙ্গে ছবি দেখতে পান। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে বশরি উল্যাহ ও তার ছেলে এসে স্বামী—স্ত্রী দুজনকে মিলিয়ে দেন।

এ বিষয় অভিযুক্ত জহিরুলের বাবা সিরাজুল ইসলাম তাদের ছেলে ও পুত্রবধুর ধীর্ঘ দিনের ঝগড়ার কথা স্বীকার করে জানান, তার প্রথম স্ত্রী’র মৃত্যুর কারণে তার ছেলেরা আলাদা থাকেন। রাত আনুমানিক ৩টায় জহিরুল তার ঘরে চিৎকার দিতে থাকলে তারা গিয়ে এবং ফারজানাকে ঘরে সিলিংয়ের সাথে ঝুলে থাকতে দেখেন। পরে ফারজানাকে নামানোর পর স্থানীয়দের খবর দিলে জহিরুল ইসলাম পালিয়ে যায়।

পুলশি পরর্দিশক (তদন্ত) মো. আবদুস সুলতান বলনে, নিহত ফারজানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্ব আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা