নরসিংদীর মাধবদীতে মাছ ব্যবসায়িকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ।
নরসিংদীর মাধবদি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ি হাবিবুর রহমানকে মারধর করেছে নাজমুল ভূঁইয়া (২৫),গংরা বলে অভিযোগ পাওয়া গেছে।
সরজমিনে গিয়ে জানাযায় নরসিংদী মাধবদী থানার আনন্দী চৌরাস্তায় ফিরুজা এন্টারপ্রাইজ নামক
দোকান মালিক হাবিবুর রহমানকে ১৩ তারিখ সকালে মারধর করেছে নাজমুল ভূঁইয়া (২৫), পিতা- নাসির ভূইয়া, মোঃ মাহমুদুল হাসান ভূঁইয়া (২৫), পিতা- নাসির ভূঁইয়া, মোঃ ফরিদ ভূইয়া (৪০), পিতামৃত- করম আলী হাজী, নেছার ভূইয়া (৪৫), পিতামৃত- করম আলী হাজী, মোঃ নাদিম ভূইয়া (২৫),
পিতা- কামাল ভূইয়া, সর্ব সাং- টাটাপাড়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। উক্ত বিষয় বিবাদি হাবিবুর রহমান জানায় জনতাবদ্ধে লাঠিসোঠা হাতে
নিয়া আমার পথরোধ করিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করিলে
বিবাদীরা উদ্যত হইয়া বিবাদীদের হাতে থাকা লাঠি দিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে বাইরাইয়া
নীলা-ফুলা জখম করে। বিবাদী মোঃ নাজমুল ভূঁইয়া ও মোঃ মাহমুদুল হাসান ভূইয়া আমার গলায়
তার পেচিয়ে হত্যার চেষ্টা করে। বিবাদীরা কিল, ঘুষি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা
জখম করে। উল্লেখিত ৪নং বিবাদীর হুকুমে ১নং বিবাদী আমার সাথে থাকা নগদ ২,২৫,০০০/- (দুই
লক্ষ পঁচিশ হাজার) টাকা নিয়া যায়। আমি ডাক চিৎকার করিলে আশেপাশের লোকজন আগাইয়া
আসিয়া আমাকে বিবাদীদের হাত থেকে রক্ষা করে। বিবাদীরা আমাকে বিভিন্ন ধরণের হুমকী সহ প্রাণ
নাশের হুমকী প্রদান করিয়া চলিয়া যায়। উক্ত বিষয় মাধবদি থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হাবিবুর রহমান।