আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার বিশেষ ভিজিএফ চাল পাবে ১৭৭৬৯ টি দুস্থ ও অসহায় পরিবার।
মো. তৌফিকুর ইসলাম প্রতিনিধি
(বরগুনা
বরগুনার আমতলীতে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল প্রদান করা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় আমতলী উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১ টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ১৭ হাজার ৭’শ ৬৯ জন অসহায় ও দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
এর মধ্যে উপজেলার পৌরসভায় ৪ হাজার ৬ শত ২১ জন, গুলিশাখালী ইউনিয়নে ২ হাজার ২শত ৬৫ জন, কুকুয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ৪৩ জন, আঠারগাছিয়া ইউনিয়নে ১ হাজার ৭ শত ২৩ জন,
হলদিয়া ইউনিয়নে ২ হাজার ৪ শত ৭৫ জন, চাওড়া ইউনিয়নে ১ হাজার ৬ শত ৪৫ জন, আমতলী সদর ইউনিয়নে ২ হাজার ১ শত জন, আরপাঙ্গাশিয়া ইউনিয়নে ১ হাজার ১ শত ৯৭ জন।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন, ঈদুল আযহার আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন। চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পুন্ন করা হবে । উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তষ্ট হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ চাল বিতরণের জন্য প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ট্যাক অফিসার নিয়োগ প্রদান করা হয়েছে। স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়। প্রকৃত দুস্থ ও অসহায় ব্যক্তিরা যাতে ভিজিএফ এর চাল থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে বলা হয়েছে।