November 9, 2025, 4:09 am
শিরোনামঃ
ময়মনসিংহে গুম সংক্রান্ত কমিশনের মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত” কাহারোলে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ ধান ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ…… জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি না বিএনপি ঃ সহকারী সেক্রেটারি জেনারেল নতুন ডিসি নিয়োগ হলো খুলনা বা‌গেরহাট সাতক্ষীরা সহ দেশের ১৫ জেলায় নোয়াখালীর প্রশাসনে নতুন হাওয়া, ডিসি’র দায়িত্বে আহমেদ কামরুল হাসান বেলকুচি থানা পুলিশের তৎপরতায় বৃদ্ধ ফিরে পেল তার পরিবার বান্দরবান রেইচা আর্মি ক্যাম্পের তল্লাশী চৌকিতে দুই জন মাদক ব্যবসায়ী আটক মৌলভীবাজারে দৈনিক ডেসটিনি পত্রিকার অফিস উদ্বোধন আমি নেতা হতে চাই না, আমি মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই- বিএমপি নেতা সেলিমুজ্জামান স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে ধানের শিষের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানালেন -বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান প্রকাশিত সংবাদ ও মানববন্ধের প্রতিবাদ সংবাদ সম্মেলন তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ গজারিয়ায় অগ্নিকাণ্ডে দাসকান্দি বাজারের ৮টি দোকান পুড়ে ছাই, শেখ কামাল পাশা স্মৃতি প্রাথমিক বৃত্তি ২০২৪ পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন পটুয়াখালী ভার্সিটির, এক কর্মকর্তাকে চড়-থাপ্পড় মারার দায়ে দুই কর্মকর্তার পদাবনতি।। রাজশাহীতে আসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল খুলনায় পানির চাহিদা পূরণে পানি দস্যু খুলনা ওয়াসা! খুলনার শিববাড়ি মোড়ে ‘আমার দেশ’ পত্রিকার দুই সাংবাদিকের উপর হামলা নিজের জীবনের ওপর হামলা ও অপহরণচেষ্টা অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন ট্রাক চাপায় মোটরসাইকেল আরহি নিহত আসন্ন নির্বাচনে এখনো সিদ্ধান্ত নেননি একরামুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করল – নুরুল ইসলাম বুলবুল খালেদা জিয়া ভাড়া বাড়িতে থাকেন, তারেক রহমানের জন্য ভাড়াবাড়ি খোঁজা হচ্ছে, অথচ শেখ হাসিনা পরিবারের দেশে-বিদেশে বাড়িসহ জয়ের রয়েছে আমেরিকাতেই ১৩ টি বাংলো – বিএনপি’র কেন্দ্রীয় নেতা জামাল ঝিনাইদহে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ব্রাহ্মণপাড়া আশাবাড়ীতে তাফসীর মাহফিল অনুষ্ঠিত। “চন্দনাইশে বরকল-বরমা এড. নাজিম উদ্দিন এর নেতৃত্বে বিএনপি’র প্রচারণামূলক মিছিল ও গণসংযোগ” নড়াইলে প্রখ্যাত ঔপন্যাসিক ডা. নীহার রঞ্জন গুপ্তের শেষ স্মৃতি চিহ্নটুকু হারিয়ে যেতে যেতে বসেছে “ময়মনসিংহের ত্রিশালে ১৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক” খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ গ্রেপ্তার দিনাজপুর মেডিকেলে বাচ্চা রেখে চলে গেলাম মা! কাতার প্রবাসী ও শ্রীমঙ্গলের ব্যবসায়ী মো. হানিফ মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত কালিয়াকৈরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের মাধ্যমে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত প্রয়াতা পুষ্প রাণী বড়ুয়ার বাৎসরিক ক্রিয়া ও প্রয়াত জ্ঞাতিগনের পুণ্যস্মৃতি স্মরণে পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় অষ্টপরিস্কারসহ মহতি সংঘদান অনুষ্ঠিত ভানুগাছ রোডে ‘আফজল ষ্টোর’-এর শুভ উদ্বোধন শনিবার নোয়াখালীতে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কালিয়াকৈরে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন “ভালুকার আওয়ামী লীগ নেতা ও বাজার সমিতির সাবেক সভাপতি গ্রেপ্তার” ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা রাবিতে আদিবাসী ছাত্র পরিষদের উদ্যোগে নবীন বরণ, সংবর্ধনা ও নতুন কমিটি গঠন জেলা বিএনপির উদ্যেগে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপি একটি পরিবার, ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে — আনিসুল হক ভান্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা আনোয়ারা জুঁইদন্ডি ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত নারীদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা দিবে জামায়াত — উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান সংহতি দিবসে বোয়ালমারীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ আহত ২৩ আনোয়ারা জুঁইদন্ডি ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বিপ্লব ও সংহতি দিবসে ভালুকায় ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি মুকসুদপুরে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল হামিদ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন
Notice :

সিংড়ার সেবা মেডিকেলের নারী কর্মচারীর অবৈধ সম্পর্কের জেরে সংসারের ইতি।

স্টাফ রিপোর্টার:

 

নাটোর জেলার সিংড়া উপজেলা সদরে অবস্থিত সেবা মেডিকেল কমপ্লেক্স নামের একটি বেসরকারি ক্লিনিকের রিসিভশনিষ্ট পদে কর্মরত রুমা বেগম (৩০) নামের এক গৃহবধূ। সে সিংড়া উপজেলার কতুয়াবাড়ী (চরপাটকল) এলাকার রহিমের একমাত্র কণ্যা। তিনি একাধিক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলার জের ধরে সংসারে ফাটল ধরেছে। সম্প্রতি একই উপজেলার শাকিল ওরফে বুলবুল (৪০) এর সাথেও পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। শাকিল বনকুড়ি মাঠপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। সংসার জীবনে শাকিলে দুই পুত্র সন্তানের জনক। বর্তমানে তার স্ত্রী ৭ মাসের গর্ভবতী।

গত আড়াই বছর আগে রোগী আনা নেয়ার সময় সেবা মেডিকেল কমপ্লেক্সের রিসিপশনিষ্ট রুমার সাথে প্রথম পরিচয় হয় শাকিলের। বিনিময় হয় সেল ফোনের নম্বর, এর পরই তাকে মিষ্টি হাসিতে ভূলিয়ে নিজেকে ভার্জিন দাবি করে ভিডিও কলে পবিত্র কুরআন শরীফ ছুয়ে শফথ করে প্রেমের ফাঁদে ফেলতে সক্ষম হয় ধুরন্ধর রুমা। এরপর ওই ক্লিনিকে শাকিলের স্ত্রী’র (২য় সন্তান) সিজার অপারেশনের সময় তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। গত আড়াই বছর যাবৎ রুমা তার স্বামীকে ফাঁকি দিয়ে চুটিয়ে প্রেম করে। পরবর্তীতে শাকিল-রুমা স্বপ্নে বিভোর হয়ে কল্পনার রাজ্যে ভাষতে থাকে। স্ত্রী ও নবজাতক সন্তানের কথা ভুলে রুমাকে নিয়ে সাজানো গোছানো সংসার পাতার পরিকল্পনা করে শাকিল। এক পর্যায়ে শাকিল তার মাদ্রাসায় রুমাকে বিয়ে করে বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগ দিতে চায়। রুমাও একসাথে থাকার জন্য তাতে সম্মতি দেয়। কিন্তুু বিধিবাম, স্বপ্নের গুড়েবালি হঠাৎই শাকিল হুজুর জানতে পারে তার প্রেমিকা একজন গৃহবধূ। সে ভার্জিন (সতী/অবিবাহিত) হওয়াতো দুরের কথা ওই নারী বর্তমানে তার ২ নম্বর স্বামীর সাথে সংসার করছে। এর পরই শুরু হয় প্রেম নামের রঙ্গলীলার করুন পরিনতি। এ বিষয়ে জানতে পেরে উন্মাদ পাগলের মতো হয়ে যান প্রেমিক শাকিল। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে পবিত্র কোরআন শরিফ ছুয়ে শফথ করে ভালোবাসার পরেও কিভাবে আমাকে
এতো বড় ধোকা দিয়েছে রুমা? তাই তিনি ছুটে যান সেবা ক্লিনিকের অভ্যর্থনা কক্ষে । রাগে ক্ষোভে ফেটে পড়েন শাকিল। ক্ষিপ্ত হয়ে তার প্রিয়তমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় প্রচন্ড কান্নায় ফেটে পড়েন রুমা। ভুল স্বীকার করে ক্ষমা চায় তার প্রেমিক শাকিলের কাছে। কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্লিনিকের পরিচালক হারুনের উপস্থিতে সম্পর্কের নামে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয় উল্লেখ করে শাকিল বলেন, মালিকের মনোরঞ্জন জুগিয়ে চাকরি করিস আর আমাদের মতো ছেলেদের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিস। এ সময় রুমার সহকর্মীদের মাধ্যমে শাকিল জানতে পারে শুধু তার সাথেই নয়, ওই ক্লিনিকের পরিচালক হারুনের সাথেও রয়েছে রুমার অবৈধ সম্পর্ক।

রুমার ব্যাবহৃত মোবাইল নম্বরের কল লিস্ট সুত্রে জানা যায়, শাকিল আহমেদ ওরফে বুলবুল ০১৭৫৫-৩১৫২২৮, ০১৬০৩-৩৫৩৮২৭ ও ০১৭৭৩-৫৮০২৫৮ সহ মোট তিনটি নম্বর থেকে প্রতিদিন ৫০-৬০ বার কথা বলতেন । এ তথ্যের সত্যতা আছে মর্মে স্বীকার করেছেন শাকিল। তবে তিনটি নম্বরের একটি তার স্ত্রী’র বলেও জানিয়েছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রেমিক পুরুষ শাকিল একজন বিবাহিত তার ২টি ছেলে সন্তান রয়েছে। তার স্ত্রী’র কোল আলো করে আসতে চলেছে আরেকটি নবজাত।
শাকিল ওরফে বুলবুল কখনও ইসলামি ফাউন্ডেশন কর্মরত আবার কখনও কখনও বনকুড়ি নূরানী হাফেজিয়া মাদ্রাসার (শিক্ষক) বড় হুজুর বলে দাবি করতেন। প্রকৃত অর্থে সরেজমিনে এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। তবে সে হিয়াতপুর বাজার জামে মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক বলে জানা যায়। সেখানে শাকিল আবাসিকে থাকতেন, মাঝেমধ্যে রুমাকে তার স্ত্রী পরিচয়ে নিয়ে যেতেন এবং সিংড়া তুলাপট্টির মা হোটেল এন্ড রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করতেন।

এ বিষয়ে শাকিল বলেন, রুমা ভিডিও কলে কোরান শরিফ ছুঁয়ে সাজিয়ে গুছিয়ে নিজেকে ভার্জিন দাবি করে মিথ্যা প্রলভোনে আমাকে ফাঁসিয়েছে। আমি আগে জানতাম না যে তার স্বামী আছে। তবে আমি তাকে মন থেকে প্রচন্ড ভালোবেসে বিয়ের প্রস্তুুতীও নিয়েছিলাম। বিষয়টি জানাজানি হওয়ার পরে বর্তমানে আমি পারিবারিক ভাবে অশান্তিতে আছি। এ নিয়ে বেশ কয়েকবার আমার স্ত্রী’র সেবা ক্লিনিকে রুমার সাথে বাকবিতন্ডও হয়েছে।

এ ব্যাপারে কথা বলতে সেবা মেডিকেল কমপ্লেক্স এর রিসিপশনিষ্ট রুমা কে তার ব্যাবহৃত মোবাইল ফোনে একাধিক বার কল দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে রুমার স্বামী মোশাররফ হোসেন জানান, গত ২০১৭ সালের আনুমানিক এপ্রিল মাসের দিকে মোবাইল ফোনের মাধ্যমে প্রথম পরিচয় হয় রুমার সাথে। এরপর দীর্ঘ ৩ বছর চলে প্রেমের সম্পর্ক। পরে রাজশাহীতে এসে কোর্ট এভিডেভিডের মাধ্যমে কাজী অফিসে ২০/১০/২০১৯ ইং সালে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। বিবাহের পর রাজশাহী রায়পাড়া এলাকার নাজমুল হক নামের এক ব্যাক্তির বাড়িতে ১ বছর ভাড়া থাকি। সেখানে থাকাকালীন সময়ে আমি পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে পরিপূর্ণ সংসার গড়ে তুলি। তারপর রুমার পরিবারের পরামর্শে রাজশাহীর ভাড়া বাসা থেকে যাবতীয় জিনিসপত্র নিয়ে আমরা নাটোর জেলার সিংড়া উপজেলায় চলে যায়। সেখানে পেট্রোবাংলা মোড় নামক স্থানে আলাউদ্দিন এর বাড়িতে ভাড়া থাকি। দীর্ঘ ১৮ মাস আলাউদ্দিনের বাড়িতে থাকার পর ০১/০৭/২০২৩ ইং সালে পাটকল এলাকার জাহাঙ্গীর আলমের বাড়ি ভাড়া নিই। আলাউদ্দিন এর বাড়িতে থাকাকালীন সময়ে হঠাৎ করেই আমার স্ত্রী তার মা-ভায়ের পরামর্শে আমাকে না জানিয়ে পেট্রো বাংলা মোড়ের সেবা ক্লিনিকে রিসিভশনিষ্ট পদে চাকরি নেন। এরপর থেকেই আমার সাথে সম্পর্কের অবনতি হতে থাকে। প্রথমের দিকে রুমা ডিউটি থেকে এসে বলতো ক্লিনিক পরিচালক হারুন অর রশিদ আমাকে কু-প্রস্তাব দেয় এবং আমাকে স্পর্শ করার চেষ্টা করে। আমি চাকরি ছেড়ে দিতে বললে নানান তালবাহায় চাকরি করতে থাকে এবং হারুন সম্পর্কে আর তেমন কিছুই বলেনা। এরই মাঝে অলৌকিক ভাবে তার বেতন বাড়তে থাকে। আমি জানিনা অথচ একদিন রুমা মুখ ফসকে বলে ফেলে তার বেতন বেড়েছে। পরবর্তীতে আমি বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে, শাকিল নামের এক ব্যাক্তির সাথে আমার স্ত্রী পরোকীয়ায় লিপ্ত হয়েছে। তখন আমি তাকে ৭ দিনের মধ্যে চাকরি ছাড়ার জন্য বলি। এ সময় চাকরি না ছাড়লে আমি তাকে তালাক দেওয়ার কথা জানায়। এ কথা শুনে আমার স্ত্রী আমাকে সাফ জানিয়ে দেয় তুমি তালাক দিলেও আমি চাকরি ছাড়বো না। সে চাকরি না ছাড়ায় আমি ২১/০১/২০২৪ ইং তারিখে তালাক নোটিশ পাঠায়। তবে রাজশাহী থেকে সিংড়াতে যাওয়ার পর বিভিন্ন সময়ে আমার স্ত্রী ও শাশুড়ী মিলে জমি ক্রয় ও বাড়ি নির্মান সহ নানান প্রলোভনে আমার কাছ থেকে নগদ অর্থ হাতিয়ে নেয়। ঘরের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ সহ মোট ১১-১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলেও জানান মোশাররফ। তালাক দেওয়ার পর আমার প্রদেও সকলকিছু ফেরত চাইলে তারা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনায় চিহ্নিত করা মুশকিল কে কার সাথে মিথ্যা বলে প্রতারনা করেছে, প্রেমিক নাকি প্রেমিকা? নাকি প্রতারিত হয়েছে তার স্বামী! তবে অনুসন্ধানে উঠে এসছে চমকপ্রদ সব তথ্য। এই রুমার শুধু শাকিল কিংবা হারুনের সাথেই অবৈধ সম্পর্ক নয়। রয়েছে এর আগে-পরের প্রায় ডর্জন খানেক পুরুষের সাথে অবৈধ সম্পর্কের ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Skip to toolbar