কোম্পানীগঞ্জে চরকাঁকড়া আদর্শ সমাজ ফুটবল প্রিমিয়ার লীগ—২০২৪এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে
চরকাঁকড়া আদর্শ সমাজ ফুটবল প্রিমিয়ার লীগ—২০২৪ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের আদর্শ সমাজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে মাহফুজ আলম মানিক এর সভাপতিত্বে ও নুর উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান হানিফ সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী মুজিব কলেজের সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ, চরকাঁকড়া ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন, বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাসান আল—মাহমুদ সুমন, ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম, আবু নাছের, আবুল হাশেম মিলন ও আক্তার হোসেন ফরহাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার যুব সমাজকে মাদক, ইভটিজার ও কিশোর গ্যাং থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান খেলার আয়োজক কমিটিগণ।