নোয়াখালীর কোম্পানীগঞ্জে নব—নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মুছাপুরের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কিশোর গ্যাং আমাদের সমাজ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। শালিশ বিচারসহ সমাজের সর্বক্ষেত্রে কিশোর গ্যাং এর রাজত্ব চলছে। জনগণের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে প্রার্থীরা আপনাদের কাছে অনেক প্রতিশ্রম্নতি দিয়েছে, আমি তাদের প্রতি অনুরোধ রাখব আপনারা প্রত্যেকে আপনাদের ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি স্পষ্ট ভাষায় বলছি আমি এ ৩জনের সাথে আমি কাজ করেছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তাদেরকে আমি সহযোগিতা করব।
সংবর্ধনা অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন নব—নির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যন জসিম উদ্দিন বাবর ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ—সভাপতি আবদুর রহিম বাবুল, নুর নবী বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, ইসমাইল হোসেন, হেনজু মেম্বার, যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বসুরহাট পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন জনই মাদক সেবী, মাদক বিক্রেতা ইভটিজার ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।