কমলনগর কে ভূমিহীন মুক্ত ঘোষণা।
“দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশের মতো লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় ৫ম ধাপে ১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়েছে। এবং সেই সাথে কমলনগর উপজেলা কে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের এ অনুষ্ঠানে কমলনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজ মো রেজা, কমলনগর থানা তদন্ত কর্মকতা আবদুল জলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান সালে উদ্দিন রাজু ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সফিক উদ্দিন,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক সহ বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগীগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, এই উদ্বোধনের মাধ্যমে সারা দেশে ১৮,৫৬৬ জন উপকারভোগীর নিকট ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে কমলনগর উপজেলায় ১৬ টি গৃহহীন পরিবারের মধ্যে ভূমিও গৃহ হস্তান্তর শেষে কমলনগর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। প্রকল্প- ২ হতে এর আগে কমলনগর ১ম,২য় ও ৩য়, ৪র্থ দাসে ৮০৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে।