মাগুরায় ওমেরা এল পি জি গ্যাসের রিটেইলারদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত
ওমেরা এল পি জি গ্যাস কোম্পানির আয়োজনে ১০ জুন সোমবার সকাল ১০ টায় মাগুর নোমানী ময়দানের এ্যাড আসাদুজ্জামান মিলনায়তনে রিটেইলারদের নিয়ে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সভায় যশোরের টেরিটরি ম্যানেজার মোঃ আব্দুস সাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি দুপুর ২ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ফেকে বক্তব্য প্রদান করেন ন্যাশনাল হেড অব সেলস মোঃ রোকনুজ্জামান,ডিভিশনাল ইনচার্জ (খুলনা),মোঃ মহিউল ইসলাম,এরিয়া ইনচার্জ ( কুষ্টিয়া) অমিত নন্দি এবং পরিবেশকের পক্ষ থেকে মোঃ ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে মাগুরা জেলার মোট ২৫০ জন রিটেইলার উপস্থিত ছিলেন। মূলত কোম্পানি এবং রিটেইলারদের মধ্যে সু সম্পর্ক স্হাপন করাই ছিলো এই সম্মেলনের উদ্দেশ্য। সভায় অতিথিগন প্রথমে রিটেইলারদের উদ্দেশ্য কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য প্রদান করেন এবং বক্তব্য শেষে রিটেইলারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। সবশেষে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।এই ড্রতে মোট ১৫ জন সৌভাগ্যবানের হতে পুরস্কার তুলে দেয়া হয়।