নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তদের দাঁড়ালো অস্ত্রের আঘাতে নিহত ১
নরসিংদীর শিবপুর উপজেলা চক্রধা ইউনিয়ন এর বাড়ৈ গাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ৯/৬/২৪ ইং রবিবার দিবাগত রাত্রে দুর্বৃত্তদের এলো পাতারি ধারালো অস্ত্রের আঘাতে আহমদুল কবির (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে । আজ সোমবার শিবপুর মডেল থানার পুলিশ নিয়তের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন । নিহত আহমদুল কবির দুই ছেলে সন্তানের জনক, নিহত কবির বাড়ৈগাও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। কি কারনে এ ঘটনা ঘটেছে তা সঠিকভাবে এখনো জানা যায়নি। নরসিংদী শিবপুর উপজেলা মাদক, কিশোর গ্যাং, ব্যাপক বৃদ্ধি পেয়েছে, মাদক ও কিশোর গ্যাং এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদের বাণী প্রকাশ করিলে তাদের উপর নেমে আসে কালবৈশাখী ঝড়। অপরাধীরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না, তাদের সাথে জড়িত আছে নারী ,পুরুষ । প্রভাবশালী কিছুসংখ্যক রাজনৈতিক ব্যক্তি বর্গের ছত্রছায়ায় না থাকিলে তাদের অপরাধ দিন দিন এতবৃদ্ধি পেত না। তাদের পিছনের মদত দাতা ও অপশক্তির উৎস গডফাদার খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না গেলে মাদক ও কিশোর গ্যাং প্রতিহত করা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। কারণ স্থানীয় পুলিশ প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করিলেও থেমে থাকেনি তাদের অপরাধমূলক কর্মকাণ্ড। বিভিন্নভাবে আইনের প্রক্রিয়ায় জেল থেকে বেরিয়ে আশে এ সকল অপরাধী। এ অবস্থায় নরসিংদীর শিবপুর উপজেলায় ক্রসফায়ার এর মাধ্যমে প্রকৃত অপরাধী নিধনের ব্যবস্থা গ্রহণ করা বিশেষ প্রয়োজন বলে শিবপুর উপজেলার শান্তি প্রিয় জনসাধারণ মনে করেন।