সকলের নজর এড়িয়ে অসহায়দের সহযোগিতা করে যাচ্ছেন তরুণ সমাজ সেবক নজরুল ইসলাম
মৌলভীবাজার সদর পৌর এলাকার দ্বারক গ্রামের বাসিন্দা ও এসকে এগ্রো প্রাইভেট লিমিটেড এর এমডি মোঃ নজরুল ইসলাম।
বিভিন্ন সময়ে বিভিন্নভাবে স্কুল কলেজ মাদ্রাসার অসহায় ছাত্র ছাত্রীদেরকে ভর্তি ফিস সহ যখন যা লাগে সবই দিয়েছেন লোক চক্ষুর আড়ালে এমনকি
অনেক দরিদ্র পরিবারের মা-বাবারা যখন মেয়ের বিয়ে দিতে পারছেন না ঠিক সেই সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই মহতী ব্যক্তি যুবসমাজের আইডল তরুণ উদ্যোক্তা মোঃ নজরুল ইসলাম
বয়সে তরুণ হলেও সমাজসেবায় রয়েছে তার অসীম অবদান তার এই লোকচক্ষুর আড়ালের অসংখ্য সাজ্জ্য সহযোগিতা হয়েছে সকল শ্রেণী পেশা মানুষের নজরে এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম বলেন আমি ডাক ডুল পিটিয়ে কখনো অসহায় মানুষদেরকে সহযোগিতা করি না আমি শুধু আমার সামর্থ্য অনুযায়ী গোপনেই মানুষকে সহযোগিতা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি তাই সবার কাছে এই দোয়াই চাই ভবিষ্যতে যেন আমার এই দান সাধারণ মানুষের মাঝে অব্যাহত থাকে।