February 8, 2025, 3:34 pm
শিরোনামঃ
সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির বিশাল কর্মশালা অনুষ্ঠিত। রাউজানে বিসিসিইউএল হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন চিকিৎসকরা ভালোভাবে সময় দেন না বলেই রোগীরা বিদেশে চলে যায় ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিবৃতি বন্দর মডেল প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত জীবন নগরে,ভৈরব সাহিত্য সংসদ’র সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো  তারাকান্দায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ঈশ্বরগঞ্জে যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেক লীগের ৩ নেতা গ্রেপ্তার সি‌লে‌টে অনু‌ষ্ঠিত হ‌চ্ছে বাংলাদেশ-ইউরোপ ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যো‌গে ব‌্যবসায়ীক উন্নয়ন সভা তারাকান্দায় লাল মিয়া হত্যা মামলায সহোদর গ্রেপ্তার

নরসিংদীতে পিতাকে নির্মম নির্যাতন ও প্রতারণা জালিয়াতির করে অর্থ আত্মসাৎ ?

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি ।

৭ই জুন ২০২৪ইং শুক্রবার নরসিংদী সদর উপজেলা ভেলানগর ১নং ওয়ার্ডের ভেলানগর ব্যাংক কলোনি এলাকার এন কে এন স্কুলের পশ্চিম গেইট সংলগ্ন খন্দকার মফিজুল ইসলাম (মাহাবুব মাষ্টার) কে
নির্মম নির্যাতন ও প্রতারণা জালিয়াতির মাধ্যমে সকল অর্থ ও বাড়ি ঘর জায়গা আত্মসাৎতের অভিযোগ পাওয়া গেছে।
বিগত ১/০২/২০২৪ ইং তারিখ
খন্দকার মফিজুল ইসলাম( মাহাবুব মাষ্টার) এর আত্মীয় স্বজনরা ও তার ছেলে, মেয়ে ,খন্দকার মিরাজ, খন্দকার ,মাহাবুবা ইসলাম, মামা বাকিউল্লাহ, খালা মিলি,খালু সৈয়দ শাহীন সহ আরো অনেক সন্ত্রাসীরা মিলে ষড়যন্ত্র ও জিম্মি করে পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং এর তিনতলা নির্মাণ সম্পন্ন করা বাড়ি কিছু অংশ হেবা দলিলের মাধ্যমে জোরপূর্বক দলিলে সই করে নেয় । প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি দখল করে,ও
তাকে বাড়ি থেকে বেড় করে দেন এবং খন্দকার মফিজুল ইসলাম এর স্ত্রী পেনশনে ৩০ লক্ষ টাকা মেয়ে খন্দকার মিরা ও খন্দকার খুকুমণি জিম্মি করে পাওয়ার নিয়ে সমস্ত টাকা মেয়েরা উঠিয়ে নেন। তারপর গত ৩১/০৫/২০২৪ই তারিখ খন্দকার মফিজুল ইসলামকে নিজের মেয়েকে শীলতাহানি করে এই মর্মে একটি মিথা মামলা বানোয়াট নাটক সাজিয়ে তাকে শূন্য হাতে রাতের আঁধারে জোরপূর্বক প্রাণনাশের হুমকি ও মারধর করে বাসা থেকে বাহির করে দেয়, পিতা লজ্জা ও আত্মস্মানের কথা ভেবে লোক লজ্জার ভয়ে কিছু না বলে চলে যান বাসা ছেড়ে। মেয়েরা তাতে ও দমেনি পিতার বিরুদ্ধে নরসিংদী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নরসিংদীতে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেন পিতার বিরুদ্ধে।
পিতা নিরুপায় হয়ে আদালতে কাঠগড়ায় দাঁড়ান, মহামান্য আদালত তাকে না আটক না দেখিয়ে জামিন মঞ্জুর করে। মেয়েরা লজ্জায় আদালত হাজির হয়নি।
খন্দকার মফিজুল ইসলামের অভিযোগ আমার বাড়ি আমার ঘর আমাকে বাসায় ডুকতে দিচ্ছেনা এবং আমাকে দিনরাত রাস্তায় রাস্তায় দিন কাটাতে হচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস। খন্দকার মফিজুল ইসলাম (মাষ্টার )আরো বলেন আমার বাসায় সবসময়ই ভিতরে বাহিরে তালা লাগিয়ে রাখে। যাতে আমি ডুকতে না পাড়ি । কিছু মানুষ আমাকে বলছে আপনার বাসায় বহিরাগত ছেলে মেয়েদের আনাগোনা যাতায়াত আছে। আমার ধারণা আমাকে বাহির করে তারা স্বাধীন ভাবে চলাফেরার সুবিধা নিচ্ছে। মানুষ বলেছে ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারনি কেন। তারা যেভাবে চলছে এটা কোন মানুষের ভিতরে পড়ে না। সাধারণ৷ ধারণা তাহারা সারাদিন রাত বাসায় তালা ঝুলিয়ে বহিরাগত লোকজন নিয়ে নেশার আসর জমায়। আমি খন্দকার মফিজুল ইসলাম (মাষ্টার)অনেক কষ্টের মাঝে দিনপাত করছি। খেয়ে না খেয়ে বেঁচে ও কঠিন কষ্ট দিনপাত করছি। এমন অবস্থায় আমি নিরুপায় হয়ে নরসিংদী মডেল থানয় হাজির হইয়া একটি অভিযোগ করি। গত ৩১/০৫/২০২৪ তারিখে দাখিল করি। পাঁচ ছয় দিন নরসিংদী মডেল থানায় ঘুরে গত ৫/০৬/২০২৪ ইং তারিখ বুধবার রাতেরবেলা ৮:৩০ মিনিটে এ,এস,আই আসীম আকরাম বাদীকে সরিয়ে কৌশলে বাসার ভিতর ডুকে ভিতরে তালা বন্ধ করে দেন। এবং ডি,এস,বি অফিসার আদনান এর সাথে তার মুঠোফোনে দীর্ঘ সময় আলাপ হয় তার। খন্দকার মিরাজ ও খুকুমণি সাথে আদনানের সবসময় যোগাযোগ আছে আমার ধরনা এবং ডি এস বি অফিসার আদনানের সাথে সব বিষয় আমার আলাপ আলোচনা হয়েছে খন্দকার মিরা জানান। তারপর আমি শত চেষ্টা করেও ডুকতে না পেরে হতবাক হয়ে রাস্তায় দারিয়ে থাকি। প্রায় ১:৩০ ঘন্টা পর বাহির হয়ে আমার বিস্তারিত বলে চলে যান পুলিশ। আরো বলেন পুলিশ আমি আপনাকে বাসায় উঠিয়ে দিতে আসেনি, আমি আমার দায়িত্ব পালন করছি। খন্দকার মফিজুল ইসলাম (মাষ্টার) বলেন আমি আইনের মাধ্যমে সহযোগিতা চেয়ে বার বার ব্যর্থ হয়েছি। নিরুপায় হয়ে সকল সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করছি।আবারও আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তদন্ত করে আমাকে আমার বাসায় মালিকানা ফিরিয়ে দিতে সাহায্য প্রার্থনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা