মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত।
০৭ জুন ২০২৪ শুক্রবার সকাল ১০.৩০ টার সময় মাগুরা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ,কার্যনির্বাহী সদস্য, সকল উপজেলা ও পৌর আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতি আ,ফ,ম আব্দুল ফাত্তাহ বলেন,” বঙ্গবন্ধুর ছয় দফা ছিল একটি ঐতিহাসিক ভাষন।এই ছয় দফার উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা স্বাধীনতা লাভ করি।যার ফলে আজ আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে স্বক্ষম হয়েছি।”