যশোর সদর উপজেলা নির্বাচন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকান্ড, দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা,বাহাদুরপুর তেঁতুলতলা মোড়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে এই হত্যাকান্ড হয়েছে।
নিহত আলী যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টুর মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন বলে জানাগেছে, নিহত আলী যশোর বাহাদুরপুরের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলী মোটরসাইকেল প্রতীকের বিজয় উপলক্ষে রাতে ওই এলাকায় খাওয়া দাওয়ার আয়োজন করেন। খাওয়া দাওয়া শেষে তিনি বাড়ি ফিরছিলেন, প্রতিমধ্যে ৪/৫জন যুবক তাকে ধাওয়া করে ধরে, নিহত আলীর মাথায় একাধিক গুলি করে পালিয়ে যায়, পরে স্থানীয়রা আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো: সুজায়েত জানান, ঘটনাস্থলেই আলীর মৃত্যু হয়েছে, তার মাথায় দুটি ও পায়ে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন
এছাড়া, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, জড়িতদের ধরতে পুলিশের একাধিক গ্রুপ কাজ শুরু করেছে
কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছেনা তবে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করবে বলে তিনি জানিয়েছেন।