পাবনার ঈশ্বরদীতে বিশ্ব পরিবেশ দিবস ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে ৩০ মে থেকে ৫ জুন পর্যন্ত কেন্দ্রীয় কমূসৃচির অংশ হিসেবে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পক্ষ থেকে ঈশ্বরদী সরকারি কলেজ, ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি স্কুল এন্ড কলেজ, দাশুড়িয়া ডিগ্রি অনার্স কলেজ, পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজ, সলিমপুর ডিগ্রি কলেজ ও বাঁশেরবাদা ডিগ্রি কলেজে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন, আশরাফুল ইসলাম রুয়েল, জামিল হোসেন দুলাল, আল আমিন হোসেন, প্রিন্স মাহমুদ, রাব্বি মালিথা, ইমরান হোসেন, রাকিবুল ইসলাম হৃদয়, মোস্তাফিজুর রহমান প্রান্ত, মো. অনিক, নবীর হোসাইন অনি, আরিফুল ইসলাম, সোহাগ মালিথাসহ অন্যান্যরা।
ছাত্রদল সূত্র জানায়, বৃক্ষরোপন কমূসৃচিতে সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস সুমন।
পাবনা জেলা প্রতিনিধি
০৭/০৬/২৪