খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে পাইকগাছা উপজেলার শিববাটি ব্রিজের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।এই সড়ক দুর্ঘটনার সময় ভ্যানে যাত্রী সংখ্যা ছিল ১জন , মোটরসাইকেল আরোহি দুজন। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনেই ঘটনাস্থানে নিহত হয়,এবং ভ্যানচালক ঘটনাস্থানে নিহত হয়। ভ্যানে থাকা একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাস্থানে একজন প্রত্যক্ষদর্শী আমাদের নিজস্ব প্রতিবেদককে জানাই যে,উক্ত মোটরসাইকেল দিয়ে ১২০ কিলোমিটার বেশি বেগে এসে ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়, এই সংঘর্ষে দুজন আরোহী মোটরসাইকেল থেকে সিটকে গিয়ে প্রধান সড়কে মাথার পিছন সাইডে আঘাত প্রাপ্তির ফলে মোটরসাইকেল দুইজন আরোহী ঘটনায়স্থানে নিহত হয়। অপরদিকে ভ্যানচালক রাস্তার বিপরীত দিকে ছিটকে পড়ে যায় এবং তার মাথার পিছনে ও পাকা সড়কের আঘাত প্রাপ্তির ফলে ঘটনা স্থানে ভ্যানচালক নিহত হয়। মোটরসাইকেল আরোহী ও ভ্যানচালক এর মৃত্যুর মূল কারণ ছিল মাথায় আঘাত।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে পাইকগাছার শিববাটি এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষ হয়। এ ঘটনায় ভ্যানচালক এবং মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন।
নিহত ভ্যানচাললের নাম ইসমাইল (৬০)। মোটরসাইকেল আরোহীদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।কারণ উক্ত মোটরসাইকেল আরোহী দুজন কোন এলাকাটা এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। উক্ত মরা দেহ তিনটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল ময়নাতদন্ত শেষে নিহত ভ্যানচালক ইসমাইল শেখের মারা দেহ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়। অপর দুটি মরা দেহ ময়নাতদন্ত শেষ করে খুলনা মেডিকেল কলেজের মরগে শনাক্তকরণের জন্য রেখে দেওয়া হয়।