মোঃ শান্ত খান সাভার প্রতিনিধ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর শাহাদাৎ বার্ষিকী এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত।
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবং জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বিশ মাইল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। যেহেতু বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু ছাত্রদল মনে করে বৃক্ষরোপন ছাড়া এটি নিয়ন্ত্রণ করা সম্ভব না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনূর ইসলাম নবীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, আল-বেরুনী হলের যুগ্ম-আহবায়ক জরজীস মোহাম্মদ ইব্রাহীম, ছাত্রনেতা কে, এম, রিয়াদ সহ আরো অনেকে।