February 7, 2025, 9:03 am
শিরোনামঃ
গণ অধিকার পরিষদের লিপলেট বিতারন করেন কাজী রনী। গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

“বুলু হত্যাকান্ড”, খুনিদের ফাঁসি চায় নিহতের পরিবার।

আল-আমিন জয়পুরহাট প্রতিনিধি 01714589679
dhdhgdh gdhgdhdhgfdhgfdhgfdhdfhg

 

৭ জুন, ২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বৃদ্ধিগ্রামের আব্দুল মজিদ বুলু হত্যাকাণ্ডের ঘটনায় মামলার সব আসামী গ্রেপ্তার না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার। বৃহস্পতিবার দুপুরে নিহত বুলুর বাড়ীতে সরেজমিনে গেলে তার পরিবারের সদস্যরা নির্মম এই হত্যাকান্ডের সাথে জড়িত সব খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ বিচার চান।

নিহত বুলু’র ছেলে আকাশ কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যাঁরা পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে আমরা তাদের বিচার। আমার বাবার কোন দোষ ছিল না, অপরাধ ছিলনা। কিন্তু তারা আমার বাবাকে মারপিট নির্যাতন করে হত্যা করেছে খুনিদের ফাঁসি চাই। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তিকে হারিয়ে শোকে কাতর পরিবারটি।

নিহত বুলু’র ভাই ফেরদৌস আলম বলেন, ওইদিন আমার ভাইয়ের খুনিরা ভাইকে আটকে রেখে আমাকে ফোন করে টাকা নিয়ে যেতে বলে। খুনিরা আমার ভাইয়ের কাছ থেকে কোনো টাকা পাচ্ছিল না। অথচ তারা আমার ভাইকে আটকে রেখে মারপিট নির্যাতন করে নির্মমভাবে হত্যা করেছে। এখন আমাদের দাবি, এ মামলার সব আসামীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি হোক।

পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে,
আব্দুল মজিদ বুলু চাকুরি দেওয়ার নাম করে বেশ কিছুদিন আগে তার চাচা শ্বশুর জয়পুরহাট সদর উপজেলার চক বরকত গ্রামের খাইরুল ইসলামের কাছ থেকে দেড় লাখ টাকা নেন। পরে চাকুরি দিতে না পারায় ভাতিজি জামাই বুলুর কাছ থেকে টাকা ফেরত চান চাচা শ্বশুর খাইরুল । এ নিয়ে গত (২৬ মে) বিকেলে বুলুকে জয়পুরহাট শহরের কাশিয়াবাড়ী স্কুল এলাকায় ধরে নিয়ে আটকে রেখে মারপিট করে খাইরুল সহ তার সহযোগীরা। পরে আহত বুলুকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় নিহত বুলুর বড় ছেলে আজাদ হোসেন বাদি হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

জয়পুরহাট সদর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, এঘটনায় নিহতের ছেলে বাদি হয়ে ১০ জনকে আসামী করে মামলা করেছে। মামলার মূল আসামীসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁকি আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা