সাতক্ষীরার আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শ্রী কৃষ্ণা রায়। একই দিনে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন মোঃ রনি আলম নূর। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী রনি আলম।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বাগেরহাট জেলার মোল্যারহাট উপজেলার সন্তান। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। আশাশুনিতে যোগদানের আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
বিদায়ী ইউএনও মোঃ রনি আলম নূর পদোন্নতি পেয়েছেন। তিনি মেহেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও বিদায়ী নির্বাহী অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মো. সোহাগ খান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারী প্রোগ্রামের আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মণ্ডলসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।