December 10, 2024, 4:26 am
শিরোনামঃ
টেস্ট পরীক্ষার ফলাফল নিয়ে বিতন্ডা, ৭ ছাত্রকে পেটালেন ছাত্রদল নেতা   বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী স্বপন কান্তি বড়ুয়ার ৩য় মৃত্যুবার্ষিকী ১১ ডিসেম্বর মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক সংলাপ মহানগর সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত কিংবদন্তি শিল্পী বাবুল জলদাসের সানাই বাদনে মুগ্ধ দর্শক সাতক্ষীরায় শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা সোনারগাঁওয়ে সন্ত্রাসী হামলায় সাংবাদিক রাসেল আহত! অটোরিকশা ছিনতাই কালে চালককে হত্যা, কুকুরের ঘেউ ঘেউ শব্দে মিলল মরদেহ বেগম রোকেয়া দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জয়িতাদের সংবর্ধনা প্রদান ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তনের অভিযোগ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র ৯৬তম খোশরোজ শরিফ উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহ্ফিল ২১ ডিসেম্বর

এবার এক গোলে হার বাংলাদেশের

Reporter Name

আগের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৪-০ গোলে হেরে ব্যবধান বুঝেছিল বাংলাদেশ। দ্বিতীয় প্রীতি ম্যাচেও হেরেছে স্বাগতিক মেয়েরা, তবে কমেছে হারের ব্যবধান। র‌্যাংকিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা দলটির কাছে আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-০ গোলে হেরেছে মেয়েরা।

আগের দিনের মতো এ ম্যাচেও ৩-৫-২ ফর্মেশনে আক্রমণাত্মক কৌশলে শুরু করে বাংলাদেশ।

হাতে ব্যথা থাকায় অধিনায়ক সাবিনা খাতুনের জায়গা হয়নি শুরুর একাদশে। এ ছাড়া ছিলেন না মাসুরা পারভীন, সানজিদা আক্তারও। খেলার শুরু থেকে বাংলাদেশকে চাপে রাখে চাইনিজ তাইপে। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের।

১৭ মিনিটে সতীর্থের কাট ব্যাক থেকে আগের ম্যাচে হ্যাটট্রিক করা সু ইউ-সুয়ান কোনাকুনি শটে জাল খুঁজে নেন।
এর পরই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ায় বাংলাদেশ। এই অর্ধের বাকি সময়টুকু আধিপত্য দেখিয়েছে স্বাগতিক মেয়েরাই। তাতে তৈরি করে একাধিক সুযোগ।

কিন্তু ফিনিশিং ব্যর্থতায় কাঙ্ক্ষিত লক্ষ্যের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় চাইনিজ তাইপের রক্ষণে আনাগোনা ছিল মনিকা-ঋতুপর্ণাদের। ৬৫ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি শামসুন্নাহার জুনিয়র।
মনিকা চাকমার দূরপাল্লার শট যায় ক্রসবারের ওপর দিয়ে। এরপর শামসুন্নাহার সিনিয়রের ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশা বাড়ান শামসুন্নাহার জুনিয়র।

একটু পর বদলি হিসেবে নামেন সাবিনা খাতুন। ফলে আক্রমণে আরো ধার বাড়ে বাংলাদেশের। আক্রমণের মাত্রা এতই প্রবল ছিল যে এই বুঝি গোল পেয়ে যাবে বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ভাগ্য ফেরেনি। তাতে আরেকটি হার সঙ্গী পিটার বাটলারের দলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা